কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় খাজানগর নুর এগ্রো ফুড প্রোডাক্টসের ১৩ টন চাউল নিয়ে ট্রাকচালক লাপাত্তা।
কুষ্টিয়ায় খাজানগর নুর এগ্রো ফুড প্রোডাক্টসের ১৩ টন চাউল নিয়ে ট্রাকচালক লাপাত্তা গত ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার কুষ্টিয়া খাজানগরের নুর এগ্রো ফুড থেকে ঢাকা গাজীপুর ভবানীপুর রনি এন্টারপ্রাইজ এর উদ্দেশ্যে বেলা ৩.৩০ এ ট্রাকভর্তি চাউল নিয়ে রওনা হয়। পথিমধ্যে দুপুরে খাবারের উদ্দেশ্যে বটতৈল থেকে ত্রিমহনি বাইপাস সড়কে ট্রাকটি পার্কিং করে খাবারের উদ্দেশ্যে সুইট হোটেলে প্রবেশ করেন তা সিসি ফুটেছে শনাক্ত করা হয়েছে। সুইট হোটেলের মালিক ও কর্মচারী জানান ট্রাকচালক আমাদের হোটেলে খাওয়া দাওয়া করে বের হয়ে চলে যাই আমরা তাকে খাবার পরিবেশন করি। চাল চুরির বিষয়টি আমাদের জানা ছিল না। পরে লোক মারফতে বিষয়টি জানতে পারি। আমরা ঐদিনের সিসি ফুটেজ দেখে ট্রাকচালককে শনাক্ত করি। এ বিষয়ে মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে গত ৯ সেপ্টেম্বর আমাদের মিলে ভাড়ায় চালিত ট্রাক ঠিক করে দেয় মনো দালাল ট্রাকটির নং ঢাকা মেট্রো ট ২০৫২১৫। ভাড়ায় চালিত গাড়ি ঠিক করার বিষয়ে ইতিপূর্বে তাকে বহুবার বলা হয়েছে যে পরিচিত গাড়ি ছাড়া অপরিচিত কোনো গাড়ি আমাদের মিলে প্রবেশ না করার জন্য তারপরও তিনি কিভাবে অপরিচিত গাড়ি আমাদের মিলে প্রবেশ করায় তা আমাদের বোধগম্য নয়। তবে এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মিল কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই দীপঙ্কর কুমার দেবনাথের সাথে কথা হলে তিনি জানান ট্রাকটি উদ্ধারের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
Posted ২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor