কুষ্টিয়ায় ঈদুল আযহাকে সামনে রেখে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও জঙ্গি সচেতনতা মূলক পুলিশের মোটর সাইকেল মহড়া হয়েছে। জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের নির্দেশনায় আজ বিকাল ৩ টার সময় কুষ্টিয়ার বিভিন্ন সড়কে এ মোটর সাইকেল মহড়া হয়।
এ সময় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে মডেল থানার কর্মকর্তা ও কর্মচারীরা মহড়ায় অংশগ্রহণ করেন। এদিকে, কুষ্টিয়ার ছয়টি থানাগুলোতে একই সময়ে বিভিন্ন গ্রামগঞ্জে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন কুষ্টিয়া মডেল থানাকে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও চাঁদাবাজ মুক্ত রাখতে পুলিশি টহলসহ আইনশৃঙ্খলা কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হবে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগীতা চেয়েছেন।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor