মঙ্গলবার | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় ভেজাল খাদ্য পরীক্ষার ৪ কোটি টাকার মোবাইল ল্যাবটি অসম্পূর্ণ

শিপন আলী

কুষ্টিয়ায় ভেজাল খাদ্য পরীক্ষার ৪ কোটি টাকার মোবাইল ল্যাবটি অসম্পূর্ণ

কুষ্টিয়ায় ভেজাল খাদ্য পরীক্ষার ৪ কোটি টাকার মোবাইল ল্যাবটি অসম্পূর্ণ


শিপন আলী স্টাফ রিপোর্টার।

খাদ্যপণ্যে ভেজাল ধরে ফেলবে নিমেষেই- এসেছিলো এমন মোবাইল ল্যাবরেটরি ভ্যান। ঢাকঢোল পিটিয়ে কুষ্টিয়ায় অনিরাপদ খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযানও শুরু করেছিল। কিন্তু প্রথমদিনে মঙ্গলবারই জানা গেল অসম্পূর্ণ রয়েছে ৪ কোটি টাকার এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার। আরও কিছু যন্ত্রাংশ সংযোজন, কেমিকেল ও রি এজেন্ট আনার পর আবারও কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা।
সোমবার (৩ জুন) কুষ্টিয়া শিল্পকলায় বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়। সেখানে দেখানো হয় মোবাইল ল্যাবরেটরি ভ্যানটি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) আবু নূর মো. শামসুজ্জামান সেসময় জানান, দুধ, মধু ও বিভিন্ন ধরনের মসলায় ভেজাল ধরাসহ ৩১ ধরনের পরীক্ষা এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে করা যাবে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের লাল মোহাম্মদ ওয়েল মিল ও মৌবন রেস্টুরেন্ট,শিশির বেকারীসহ বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালায় ল্যাবরেটরি ভ্যানটি। এসব পরীক্ষায় সবধরনের পণ্যের রেজাল্ট পাওয়া যায়নি। দুএক জায়গায় অসঙ্গতি মিললেও নেওয়া হয়নি শাস্তিযোগ্য ব্যবস্থা।
কুষ্টিয়ার নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল বলেন, আমাদের ল্যাব এখনো পরিপূর্ণ নয়। পরিপূর্ণ হলে রেডিমেট খাবারও টেস্ট করা যাবে। তিনি জানান, ল্যাবরেটরি ভ্যানটি আজ (মঙ্গলবার) ঢাকায় চলে যাবে। সেখান থেকে পরিপূর্ণ হয়ে আসার পর সব ধরনের খাদ্যদ্রব্য পরীক্ষা করা যাবে। ল্যাবরেটরি ভ্যান ফিরে এলে এটি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ হয়ে খুলনা যাবে। ভ্রাম্যমানের পরীক্ষাগার প্রতিনিয়ত রাউন্ড আকারে বিভাগে তার কার্যক্রম পরিচালনা করবে। একটি জেলায় ২-৩ দিন করে অবস্থান করবে ভ্যানটি।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন, ভ্যানটি কুষ্টিয়া জেলা ঘুরে মেহেরপুরে যাবে। এখন কী কারণে ঢাকায় ফেরত পাঠানো হচেছ সে সম্পর্কে আমার কাছে তথ্য নেই। এ ব্যাপারে খোঁজ নিবেন বলেও জানান তিনি। তিনি বলেন এবছরে এ রকম ৭টি ভ্যান কেনা হয়েছে সারা বাংলাদেশের জন্য। আর আগে আরেকটি ছিলো। একেকটি ভ্যানের পেছনে খরচ হয়েছে ৪ কোটি টাকা।
পরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া ফোন করে জানান, ভ্যানটি ফেরত পাঠানো হচ্ছে না। এর জন্য কিছু রি-এজেন্ট ও কেমিকেল দরকার, তা ঢাকা থেকে পাঠানো হচ্ছে। তিনি বলেন কিছু টেস্টের ফলাফল তাৎক্ষণিক পাওয়া যায় না। ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়।
এদিকে সবশেষে আপডেট জানার জন্য ফোন করা হলে জেলা নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল আর রিসিভ করেন নি।

Facebook Comments Box


Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!