কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী জেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
২৭ অক্টোবর, রবিবার এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা যুবদলের কার্যালয়ের সামনে কেক কাটা শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা যুবদলের বিপ্লবী সাবেক সভাপতি আলামিন কানাই এর সভাপতিত্বে সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক মোঃ শামীম আহমেদ সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন নেতাকর্মীরা।
Posted ১:০২ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
protidinerkushtia.com | editor