মোঃ খালিদ হাসান রিংকু
কুষ্টিয়ার দৌলতপুরে জমজমাট CSL ক্রিকেট লড়াই অনুষ্ঠিত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চকঘোগা গ্রামের স্থানীয় যুব উন্নয়নমূলক সংগঠন চকঘোগা পূর্বপাড়া যুব সংঘের আয়োজনে ২দিন ব্যাপি ঈদ পূর্ণমিলনী ও চকঘোগা সুপার লীগ (CSL) এর ৮ম আসর অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ৪টি দল নিয়ে অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণকারী দলগুলো হলোঃ চকঘোগা রাইডার্স, চকঘোগা কিংস, চকঘোগা স্টার্স এবং ডেঞ্জার হান্ট। জমজমাট ক্রিকেট লড়াইয়ের ফাইনালে চকঘোগা কিংসকে ১৮৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চকঘোগা রাইডার্স। ১৬ ওভারে রাইডার্সের সংগ্রহ ২২৭-৪ এবং কিংস ৪৪-১০ অলআউট হয়।
উক্ত ঈদ পূর্ণমিলনী ও জমজমাট ক্রিকেট লড়াইয়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান মাষ্টার, মোঃ মেহেদী হাসান, সাব্বির আল আনসারী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এসময় অতিথিরা বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।
এদিন চকঘোগা পূর্বপাড়া যুব সংঘের পক্ষ থেকে গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এবং সিএসএল এর সহযোগিতাকারী ব্যক্তিবর্গ ও স্পন্সর প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
Posted ১২:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ জুন ২০২৫
protidinerkushtia.com | editor