কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সারাদেশের ন্যায় কুষ্টিয়া দৌলতপুরে নানা আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
আজ ১৭ মার্চ সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে দিনব্যাপী। সকাল দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দৌলতপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়। এর পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী ।
এ্যাড শরীফ উদ্দীন রিমনের পরিচালনায় আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী,
এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ নজরুল ইসলাম, কাজিমুদ্দিন মেম্বার, সেলিম চৌধুরী, মারুফা ইয়াসমিন সুরভী, এ্যাড, মির্জা আলম রিগান, মোঃ জাহিরুল ইসলাম, মামুন কবিরাজ, ইসতিয়াক আহমেদ সনি, মোঃ আলাউদ্দিন আহমেদ, হাসানুজ্জামান রাজা, শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এরপরে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দোয়া মাহফিলের আয়োজন। দিনব্যাপী এসব অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ও সাহিত্য শাসিত সকল প্রতিষ্ঠান নিজ নিজ ভাবে পালন করছে।
Posted ৮:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor