মোঃ সজল বিশ্বাস
কুষ্টিয়ার দৌলতপুরে সিলিন্ডারে আগুন ধরে
আহত- ২
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গরুরা গ্রামের মোছাঃ বিউটি খাতুন (২৫) পিতাঃ মোঃ তোফাজ্জেল হোসেনের মেয়ে আজ রবিবার সন্ধ্যা ৭ টার সময় নিজ বাসায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়, আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে পাশের বাসার মোঃ নাদিম হোসেন (২২) পিতাঃ মোঃ মফিজুল হোসেনের ছেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় ঘটনাস্থলে থাকা এই দুইজন ব্যক্তির শরীরে আগুন ধরে যায়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ না করতে পারলে কুষ্টিয়ার ভেড়ামারা ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, এবং আহত ব্যক্তিদের দ্রুত স্থানীয় চিকিৎসালয়ে পাঠানো হয়।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১
protidinerkushtia.com | editor