মোঃ গোলাম কিবরিয়া (জিবন)
কুষ্টিয়া জেলার ছয় উপজেলায় ছোট বড় মিলিয়ে সাতটি পুলিশ থানা আছে। এই সাত থানার দীর্ঘদিনের বড় সমস্যা হচ্ছে পরিবহন সংকট। এই সংকট সমাধানে দায়িত্ব নেন
কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার “এসএম তানভীর আরাফাত” (পিপিএম বার), তার প্রচেষ্টায় এই জেলার সাত থানায় পরিবহন সংকট নিরসনের জন্য ৭টি পিকআপভ্যান সাত থানায় প্রদান করেন।
গতকাল কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার “তানভীর আরাফাত” সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে এই সাতটি পিকআপভ্যান প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার “মোহাম্মদ মোস্তাফিজুর রহমান” (প্রশাসন ও অপরাধ) সহ জেলা পুলিশের বিভিন্ন সদস্যবৃন্দ।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)