বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী করোনায় আক্রান্ত

কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী করোনায় আক্রান্ত

কুষ্টিয়া পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আনোয়ার আলীর (৭৫) শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ হন।


আনোয়ার আলীর ছেলেও করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার আলী। সম্প্রতি তাঁর জ্বরসহ করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দেয়। ফলে তিনি গত বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। একই সঙ্গে তাঁর ছেলে পারভেজ আনোয়ার (৪২) নমুনা পরীক্ষা করাতে দেন।

গতকাল রাতে দুজনেরই নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়।নমুনা পরীক্ষায় বাবা ও ছেলে উভয়ই করোনা ‘পজিটিভ’। জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে। তারা জানিয়েছে, মেয়র আনোয়ার আলী বয়স্ক ব্যক্তি। পাশাপাশি আগে থেকেই তাঁর বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য শুক্রবারই ঢাকায় নেওয়া হতে পারে।

এদিকে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে মেয়র, তাঁর ছেলেসহ নতুন মোট ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৯৯। এর মধ্যে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ২৯৪ জন।


Facebook Comments Box


Posted ৭:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!