জানা যায় আজ দুপুরে জিকে ক্যানেল পানিতে ডুবে দুই খালাতো ভাই মৃত্যুবরণ করেন।
মৃতদের পরিচয় পাওয়া গিয়েছে তারা হল, মুস্তাফিজুর (১০) পিতা মাসুম গ্রাম বারোদাগ বাহিরচর ভেড়ামারা ও সিয়াম (১১) পিতা বকুল গ্রাম ষোলদাগ বাহিরচর ভেড়ামারা।
দুপুর ১২ টা ২৫ মিনিটে দুই শিশুকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাদের মৃত ঘোষণা করেন।