জাহাঙ্গীর খান
কুষ্টিয়ার ভেড়ামারা অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জাহাঙ্গীর, খাঁন ।। আজ বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের নতুন শিক্ষার্থীদের বরণ ও পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জানবার হোসেন হিসাবে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম ও মোছাঃ ইয়াসমিন খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকাল ১০ টায় যথা সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অত্র বিদ্যালয়ের শিক্ষা সমাপনী উপলক্ষে তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং সেইসাথে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় উক্ত অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী- অভিভাবক শিক্ষকমন্ডলী ও সুধী মন্ডলী উপস্থিত ছিলেন।।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
protidinerkushtia.com | editor