রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার মিরপুরে উম্মে ফাতেমা (১৪) নামের এক স্কুলছাত্রীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ জুলাই) বিকেলে ওই ছাত্রীর লাশ বাড়ির অদূরে একটি ভুট্টাখেত থেকে পুলিশ উদ্ধার করে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার তালতলা মহল্লার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
 
নিহতের বাবা খন্দকার সাইফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার (১৩ জুলাই) রাতেও খাওয়া-দাওয়া শেষে ফাতেমা নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে আমার ঘুম ভেঙে গেলে দেখি তার ঘরের দরজা খোলা।
 
ওই সময় ঘরে না পেয়ে আশপাশের স্থানসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে দুপুরে বাড়ির পাশের মাঠের মধ্যে একটি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
 
স্থানীয়রা বলেন, দুপুরের দিকে ওই মরদেহ ভুট্টার জমিতে পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে বিষয়টি জানাজানি হলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তার লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ।
 
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রতিদিনের কুষ্টিয়া কে বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখন জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ বৃহস্পতিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জিবন/প্রতিদিনের কুষ্টিয়া
Facebook Comments Box


Posted ৪:১২ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!