কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৭ অক্টোবর) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সাড়ে ৮ টায় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৯ টায় দিনব্যাপী সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দীন সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক মোঃ শামীম আহমেদ সহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১২:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
protidinerkushtia.com | editor