কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দুই জনের এ কমিটি অনুমোদন দেন।
নতুন কমিটিতে আতিকুর রহমান অনিককে সভাপতি এবং শেখ হাফিজ চ্যালেঞ্জকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। একই সাথে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজ কমিটি অনুমোদনের প্যাড আপলোড করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ (এক) বছরের জন্য নিম্নোক্ত আংশিক কমিটি অনুমোদন দেওয়া হল।
Posted ১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor