কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের উদ্দোগে মিরপুরে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ।
করোনার এই মহামারীর সময় যখন লোকজন গৃহবন্ধী অনেকের ঘরে খাবার নাই , ঠিক সেই সময়ে জেলার সকল উপজেলায় ভলেন্টিয়ারদের মাধ্যম অক্সিজেন সেবার পাশাপশি খাবার বিতরণ প্রক্রিয়া চলছে।
গত ৩১শে জুলাই মিরপুরে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের মিরপুর থানার জন্য দায়িত্ব প্রাপ্ত ইউএস প্রতিনিধি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও উপদেষ্টা মাসুদুল আলমের সার্বিক তত্বাবধায়নে মিরপুর স্থানীয় প্রতিনিধি মাহমুদুন নবী মিঠু সহ সকল স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় । এই সময় মিরপুর থানায় নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুন নবী মিঠু, ডা: মাহফুজুর রহমান সুজন,ডা: লিটন শেখ , ডা:মিজনুর রহমান বাদশা আলমগীর, ডা: বাবুল, কামরুজজামান, আব্দুল মমিন,ডা: মারফত আলি ,আশরাফুল চাননু,ডা: জহরুল ইসলাম,ডা: নুরু, ধুবাইল, মিরপুর,আল আমিন, ডা: মেহেরুল,ডা: শহিদ মিয়া,ডা: নুর ইসলাম,মো: আজগর আলি ও প্রমুখ৷
যুক্তরাষ্ট্র থেকে সভাপতি আবু মুসা ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সকল প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের করোনা রোগীদের পাশে গিয়ে অক্সিজেন সেবা দেবার পাশাপশি লকডাউনে অসহায় মানুষদের সুষ্ঠুভাবে খাদ্যসামগ্রী বিতরণেও সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor