সোমবার | ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়া দৌলতপুরের ১৪ পুজা মণ্ডপে সিসি ক্যামেরা উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুরের ১৪ পুজা মণ্ডপে সিসি ক্যামেরা উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান

কুষ্টিয়া দৌলতপুরের ১৪ পুজা মণ্ডপে সিসি ক্যামেরা উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন উপজেলার ১৪টি পূজা মণ্ডপে সিসি (ক্লোজ সার্কিট ক্যামেরা) ক্যামেরা উপহার দিলেন।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর তিনি নিজ উদ্যোগে ১৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে সিসি ক্যামেরা তুলে দেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল দেবনাথ জানান, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন সাহেবের এ উদ্যোগ কে আমরা স্বাগত জানাই। তিনি আমাদের পাশে সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন বলেও দেবনাথ আশা প্রকাশ করেন।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু কুমার দাস জানান, উপজেলা চেয়ারম্যান মামুন সাহেব সব সময় আমাদের সহযোগিতা করেন। শালিমপুর কর্মকার পাড়া মাতৃ-মন্দিরের সভাপতি অজিত কর্মকার জানান, উপজেলা চেয়ারম্যানের এ উদ্যোগ আমাদের মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে।


উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন জানান, বর্তমানে একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরণের ষড়যন্ত্র করছে। ঠিক এই সময়ে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গা পূজা হচ্ছে। এ অবস্থায় তারা নিরাপদ ও নির্বিঘ্নে যেন তাদের উৎসব পালন করতে পারে তার সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে উপজেলার ১৪টি পূজামণ্ডপে আমি নিজে উদ্যোগ নিরয় সিসি ক্যামেরা বিতরণ করেছি।

Facebook Comments Box


Posted ১২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!