শামীম আশরাফ
কুষ্টিয়া দৌলতপুর চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । আজ বুধবার ১৮ আগস্ট দুপুর ১ টার সময় উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭)নামে দুই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু সিয়াম একই গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদার এর মেয়ে।
চিলমারী ইউনিয়ন এর চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দক্ষিণ খারিজারথাক গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে সিয়াম ও মনি জমাদারে মেয়ে ঝুমা আক্তার ডুবে যাই। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই এলাকার দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৬:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৮ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor