কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় একটি কসমেটিকস এর গোডাউনে আগুন লেগেছে। আজ বিকেল ৫টার কিছু আগে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, কসমেটিকস এর এই গোডাউনে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীর পাশাপাশি, বডিস্প্রে, ও গ্যাসলাইটার সংরক্ষিত ছিল। এসব দাহ্য পদার্থ থাকার কারনে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
Posted ১:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor