করোনা ভাইরাসের ফলে মানুষের জনজীবন আজ মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে। ঠিক সে মূহুর্তে , কুষ্টিয়ার স্থানীয় এডিবি সেচ্ছাসেবী সংগঠন ও কুষ্টিয়া জেলা আওয়ামী ছাত্র সংগঠন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাবিত আহমেদের উদ্যোগে গরীব অসহায় অসচেতন মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, মাক্স বিতরন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় শহরের কলেজ মোর থেকে শুরু করে, কোট স্টেশন, বড় বাজার রেল স্টেশন, মজমপুর, এনএস রোড সহ বিভিন্ন এলাকার অসহায় মানুষদের মাঝে এই মাক্স বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী ছাত্র সংগঠন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সজিব শেখ, চ্যানেল প্রত্যয়ের বার্তা প্রধান ও কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমন, এডিবি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাবিত আহমেদ।
এছাড়াও এডিবি সেচ্ছাসেবী সংগঠনের সদস্য রুহুল আমিন,কাউসার মাহামুদ,নিলয় আহামেদ,মুতাসিন আলিফ,আসিফ শেখ,ইয়াছির আরাফাত রাফাত,রাব্বি মোল্লা,রোহানুরজামান রোহান,তপু ইসলাম,রিদয় খান,জীবন ইসলাম ফাহিম,রাকিব, আব্দুল্লাহ ইমন সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন।
Posted ৩:০৭ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor