শামীম আশরাফ
কুষ্টিয়ার কুমারখালীতে আসল পুলিশের হাতে নকল পুলিশ আটক
কুষ্টিয়ার কুমারখালীতে জনতার হাতে দুই ভুয়া পুলিশ আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার সংলগ্ন কাচেরকোল নজরুলের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মানিকগঞ্জ জেলার সানবান্ধা গ্রামের আব্দুর রবের ছেলে শামীম রহমান(২৭),ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল গ্রামের নুর ইসলামের ছেলে মো. রুবেল মুতা (২৫)।
দোকান মালিক নজরুল জানান, বৃহস্পতিবার রাতে তার দোকানের সামনে ২ জন ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে পরিচয় জিজ্ঞেস করলে তারা নিজেদেরক পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। এসময় তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তিনি স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাখায়েতুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ এসে তাদেরকে আটক করে।এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় খেলনা পিস্তল ও পিস্তলের কাভার জব্দ করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে দুজন ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। মিথ্যা পুলিশ পরিচয়ে চাঁদা দাবী করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
Posted ২:০২ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor