খালিদ হাসান রিংকু
কুষ্টিয়ার খোকসায় ভ্যান-মটরসাইকেল সংঘর্ষে ৩ জন আহত
কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ব্রিজের পাশে হ্যান্ড মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানাগেছে।
আহতরা হলেন মোটরসাইকেল আরোহী খোকসা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাজেম শেখ এর ছেলে রাসেল (২৪), কামাল উদ্দিন এর ছেলে নাসির (২২) ও ভ্যান চালক পৌরসভার ১ নং ওয়ার্ডের রেজাউল শেখ এর ছেলে হানিফ (২২)।
আহত মোটরসাইকেল আরোহী রাসেল (২৪) ও নাসির (২২) এর আহত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে খোকসা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার প্রতিক সাহা।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার সন্ধা ৬ টার সময় মোটরসাইকেল আরোহী রাসেল ও নাসির কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে মাছপাড়া থেকে খোকসা আসার পথে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মির্জাপুর নামকস্থানে দ্রুতগতিসম্পন্ন ব্যাটারি চালিত ভ্যান (পাখি ভ্যান) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ভ্যানচালক হানিফ সহ তিন জনই মাটিতে লুটে পারে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে আনে।
জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রতিক সাহা আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মোটরসাইকেল আরোহী দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত ভ্যানচালক হানিফ কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্ত বিভাগে ভর্তি করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ওভেন থানায় জব্দ করা হয়েছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তবে এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরী বিভাগের ডাক্তার কুষ্টিয়া রেফার্ড করেছেন।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor