বুধবার | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

কুষ্টিয়ার জান্নাতুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন।

কুষ্টিয়ার জান্নাতুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন।

 


কুষ্টিয়ার মিরপুর থানার জান্নাতুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম

বৃহঃবার ১২আগষ্ট দুপুর দেড়টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ হত্যা রহস্য উদঘাটন সম্পর্কে জানানো হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার তার প্রেসব্রিফিংয়ে বলেন,গত ১১/০৮/২০২১ তারিখ রাত্র অনুমান ০৯.৫০ মিনিটে ৯৯৯ থেকে মিরপুর থানায় একটি ফোন আসে।সেই ফোনের ম্যাসেজটা ছিল মিরপুর থানার মশান বাজারস্থ শাহাপাড়া গ্রামে ৫/৭ বছরের একটি বাচ্চা মারা গিয়াছে।মিরপুর থানা পুলিশ তাৎক্ষণিক মশান বাজার সংলগ্ন শাহাপাড়া গ্রামের আনিরুলের বাড়ীর দক্ষিন প্বার্শে ক্যানেলের পাড়ে পৌছাইয়া ০৬ বছরের বাচ্চা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করে।পুলিশ লাশের পরিচয় সনাক্ত করে যে,মেয়েটির নাম জান্নাতুল খাতুন(০৬)পিতা মোঃ জাহিদুল ইসলাম শাহ,সাং-শাহাপাড়া।পুলিশ তাৎক্ষণিক সন্দেহভাজন হিসেবে তার আপন ফুফু জোহরা খাতুন(২৫) ও ফুফাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে,তার আপন ফুফু জোহরা শিশুটিকে হত্যা করে।


হত্যাকান্ডের কারন সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জানা যায় যে,গত ০৮/০৮/২০২১ তারিখ রবিবার জোহরা খাতুনের সাথে নিহত জান্নাতুল এর মা আখি বেগমের পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে আখি বেগম তার ননদ জোহরাকে তার বাড়ি থেকে বের করে দেয়।এই ঘটনার পরিপ্রেক্ষিতে জোহরা খাতুনের মনে তার ভাই ও ভাবীর প্রতি ক্ষোভের সৃষ্টি হয়।ক্ষোভের বশবর্তী হয়ে ১১/০৮/২০২১ তারিখ জান্নাতুল জোহরার বাড়িতে খেলা করতে আসে।আনুমানিক ০৫.২০ দিকে জোহরা কৌশলে জান্নাতুলকে তার রান্নাঘরে নিয়ে বটি দিয়ে কুপিয়ে গলা কেটে নৃশংসভাবে শিশুটিকে হত্যা করে।হত্যা করে বাজার করা প্লাষ্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে আসে।এ সময় হত্যার কাজে ব্যবহৃত ১টি রক্তমাখা বটি ও ১টি প্লাষ্টিকের বাজার করা ব্যাগ উদ্ধার করা হয়।

Facebook Comments Box


Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!