কুষ্টিয়ার ইউপি নির্বাচনে নৌকার পক্ষে তৃণমূলে গণজোয়ার সৃষ্টি করলেন সাবেক ছাত্রলীগ নেতা ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু। কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে স্থানীয় নেতৃবৃন্দ নৌকার পক্ষ-বিপক্ষ নিয়ে যখন ঈদুর-বিড়াল খেলছেন। ঠিক সেময় ত্যাগী,পরীক্ষিত নেতাকর্মী ও তরূণ প্রজন্মকে সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নৌকায় ভোট প্রার্থনা করছেন। ষাটোর্ধ্ব রমেছা বেগম বলেন,এই প্রথম কেউ আমার কাছে নৌকায় ভোট চাইল। সারাজীবন নৌকায় ভোট দিইছি,নৌকার সাথে বেঈমানী করিনি।
জেলা আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন রাজু বিভিন্ন ওয়ার্ডে,পাড়ায়-পাড়ায়,বাড়ী বাড়ী,চায়ের দোকানে ভোটারদের সাথে কুশল বিনিময় করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন।