কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দোস্তপাড়া জামে মসজিদের পাশে থেকে মোটরসাইকেল চুরি!
কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নের দোস্তপাড়া জামে মসজিদের পাশে থেকে হোন্ডা-সাইন মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ১০ মার্চ কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা যায়, দোস্তপাড়া এলাকার মো: এতিম আলী মন্ডলের ছেলে মো: আব্দুর রাজ্জাক (৪৫) গত ১০ মার্চ রাত ৮টার দিকে এশার নামাজ আদায় করার জন্য দোস্তপাড়া জামে মসজিদের পাশে হোন্ডা-সাইন মোটরসাইকেলের ঘাড়ে তালা দেওয়া অবস্থায় রেখে মসজিদে প্রবেশ করে। নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে মোটরসাইকেলটি আর দেখতে পায় না। পরে অনেক খোজাখুজির করলেও মোটরসাইকেলটি কোথাও পাওয়া যায়নি। হোন্ডা সাইন লাল রংয়ের মোটরসাইকেল, রেজি: নং- KUSHTIA-HA-15-3904, ইঞ্জি: নং- JC7T1003319, চ্যাসিস নং- PSOJC7290FH1111899।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক জানায়, মাত্র ২০মিনিটের মধ্যেই আমার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
Posted ৫:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ১১ মার্চ ২০২২
protidinerkushtia.com | editor