কুষ্টিয়ার দৌলতপুরের কৃতী সন্তান ক্যাপ্টেন ( অবঃ) ইঞ্জিনিয়ার মোঃ রোকনুজ্জামানের কমনওয়েলথ স্কলারশিপে পিএইচডি করতে যুক্তরাজ্য গমন
তিনি কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে তিনি ম্যানচেষ্টার ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার পাওয়ার, এনার্জি এন্ড ফুয়েল টেকনোলজি এর বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে রবিবার রাতে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেষ্টার এর উদ্দেশ্যে সপরিবারে রওয়ানা করেছেন। তিনি বিদ্যুৎ সেক্টরের দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রথম প্রকৌশলী হিসেবে নিউক্লিয়ার পাওয়ার, এনার্জি এন্ড ফুয়েল টেকনোলজি এর বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করতে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন। সরকারী ও বেসরকারী পর্যায়ে বিদ্যুৎ সেক্টরে দীর্ঘদিন কাজ করেছেন। সর্বশেষ তিনি বি-আর পাওয়ারজেন লিমিটেড এর তত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের দফাদার পাড়া গ্রামের মরহুম আব্দুল জলিল এর সন্তান রোকনুজ্জামানের এই অর্জনে দৌলতপুর সহ কুষ্টিয়াবাসী গর্বিত। কুষ্টিয়াবাসী তার জন্য দোয়া ও সার্বিক মঙ্গল কামনা করেছেন। ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান এর পিএইচডি ডিগ্রির বিষয়ে জানতে চাইলে তার মামাতো ভাই ইঞ্জিঃ মোঃ সাকীল খান বলেন, আগামীতে বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু হলেও নতুন টেকনোলজি হওয়ায় এই সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলীর অভাব রয়েছে। তিনি পিএইচডি শেষে দেশে ফিরলে বাংলাদেশের প্রকৌশল ফিল্ডে নতুনমাত্রার অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ প্রকৌশলী হিসেবে দেশের জন্য কাজ করতে পারবেন। কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে পিএইচডি করতে যাওয়ায় আমরা পরিবারের সকলে তার এই অভাবনীয় সাফল্যে গর্বিত।
Posted ৩:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ এপ্রিল ২০২২
protidinerkushtia.com | editor