মোঃ সজল বিশ্বাস
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ইয়াবা সহ মোঃ মুকুল হোসেন (৩৫) মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আজ রবিবার বিকাল ৫ টার সময় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর মধ্য পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে সীমান্তরক্ষী বিজিবি। এসময় তার কাছে থেকে ৫০ টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক চোরাকারবারী সীমান্ত সংলগ্ন মাদাপুর গ্রামের মৃতঃ সেকেন্দার সরদার এর পুত্র। বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিওপি টহল কমান্ডার মোঃ শাহিনুর রহমান এর নেতৃত্বে টহল দল জামালপুর মধ্য পাড়ায় অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী মোঃ মুকুল হোসেনকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করে। ।আটক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
Posted ২:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১
protidinerkushtia.com | editor