NEWS ROOM
কুষ্টিয়া, ১১এপ্রিল,২০২১
কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী জামালপুর গ্রামের শীর্ষ মাদক চোরাকারবারিসহ বিভিন্ন মামলার আসামী ফামিদ মন্ডলকে (৪২) গলা কেটে হত্যা করেছে তার সৎ ভাই মিলন মন্ডল। আজ রবিবার সকালে ফামিদ মন্ডলের বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ফামিদ মন্ডল জামালপুর গ্রামের নন্দ মন্ডলের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম জানান, নিহত ফাহিম মন্ডল জামালপুরের নিজ বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে বসে ছিল। পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তার সৎভাই মিলন মন্ডল তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। ওসি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদক বিক্রয়ের টাকা ভাগাভগি নিয়ে এই হত্যাকান্ডটি ঘটতে পারে। নিহত ফাহিম মন্ডলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘাতক মিলন মন্ডলকে ধরতে অভিযান চলছে বলেও জানায় ওসি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১১ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)