আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
কুষ্টিয়া, ৭ই মার্চ ২০২১ বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক বিষয় নিয়ে আলোচনাসহ দিনব্যাপী ব্যাপক কর্মসুচীর মধ্যদিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।
বিকেল ৪ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুর্যালে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ফুলেল শুভেচ্ছা জানায়।
পরে এ্যাড শরীফ উদ্দীন রিমনের পরিচালনায় দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী
এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ নজরুল ইসলাম, কাজিমুদ্দিন মেম্বার, সেলিম চৌধুরী, জামিরুল ইসলাম বাবু, মারুফা ইয়াসমিন সুরভী, এ্যাড, মির্জা আলম রিগান, মোঃ জাহিরুল ইসলাম, মামুন কবিরাজ,আকতার হোসেন, ইসতিয়াক আহমেদ সনি, মোঃ আলাউদ্দিন আহমেদ, হাসানুজ্জামান রাজা, শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ০৭ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor