নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুরে সৈয়দ তাছের আহম্মেদ কল্যানপুরী ডায়াবেটিক হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির পরিচালনায় বুধবার দুপুরে এই হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন করেন নকশবন্দী মোজাদ্দেদী হুজুর কেবলাজান শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ তাছের আহম্মেদ এর পক্ষে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্ট। এসময় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন, ভেড়ামারা উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্থর স্থাপনের পর সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মতিউর রহমান লাল্টু বলেন, আগামী জুন মাস থেকে এ হাসপাতালের কার্যক্রম শুরু ও চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ নিয়ে নির্মানকাজ শুরু হবে। এখানে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা করার পাশাপাশি এই হাসপাতালটি ডায়াবেটিসসহ অনান্য রোগীদের সামগ্রিক কল্যাণে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এছারাও এখানে এলাকার গরীব ও অসহায় মানুষদের বিনামুল্যে চিকিৎসেবা প্রদান করা হবে।
Posted ৬:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)