কুষ্টিয়ার বাইপাস সড়কের পশ্চিম পাশে নৈসর্গিক, অবারিত সবুজ মাঠে মনোরম পরিবেশে আধুনিক রচিশীন ও বর্ণাঢ্য আয়োজনে রফিকুল ইসলাম রোজের সার্বিক ব্যবস্থাপনায় রোজ হলিডে পার্ক এ্যান্ড রিসোর্টের আজ শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার উন্নয়নের রুপকার,সদর আসনের মাননীয় সংসদ সদস্য,আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক,জননেতা মাহবুব উল আলম হানিফ।
রোজ হলডি পার্ক এ্যান্ড রোসোর্টে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলাৎপুর আসনের এম,পি,সরওয়ার জাহান বাদশা,খোকসা কুমারখালী আসনের এম,পি সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব আসলাম হোসেন,পুলিশ সুপার জনাব এস,এম,তানভীর আরাফাত,জেলা আ,লীগের সভাপতি সদর উদ্দীন খান,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আ,লীগের সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,আ,লীগের সাধারন সম্পাদক আল হাজ্ব কামারুল আরেফীন,জেলা যুব লীগের সভাপতি রবিউল ইসলাম।
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ,লীগের সাধারন সম্পাদক আল হাজ্ব কামারুল আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে জন মাহবুব উল আলম হানিফ বলেন,কর্ম ক্লান্ত,পরিশ্রান্ত কুষ্টিয়ার মানুষের চিত্র বিনোদনের উৎকর্ষন সাধন ও মনের প্রশান্তির জন্য মনোমুগ্ধকর,নৈসর্গিক পরিবেশ,পাখি ডাকা ছায়া ঘেরা,শোভিত সৌন্দর্য মন্ডিত এই রোজ হলিডে পার্ক এ্যান্ড রিসোর্টটি অনন্য স্থান।
সংস্কৃতির রাজধানী,লালন সাইজির তীর্থ ভুমি,মীর মোশাররফ হোসেনে জন্ম ভুমি,কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণভুমি ভ্রমন পিপাসুদের মানুষে তাদের মনো রঞ্জন,বিনোদন,প্রশান্তি লাভ করতে এই পাক সহায়ক ভুমিকা পালন করবে।
Posted ২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor