পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ডাংমরকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপার সনি পরিবহন থেকে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয়। পৃথক আরেকটি অভিযানে উপজেলার হাওয়াখালী এলাকা থেকে সুইট নামে মাদক কারবারিকে আটক করে তাঁর কাছে ৫৫বোতল ফেনসিডিল পাওয়া যায়।
গাঁজা পরিবহনের অভিযোগে সুপার সনি পরিবহনের ড্রাইভার ও সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ১। ড্রাইভার মারুফ খান (২৭), পিতা- জামাল উদ্দিন, গ্রাম-আল্লারদর্গা মাস্টার পাড়া,২। সুপারভাইজার জাহাঙ্গীর আলম,(৪১), পিতা- মৃত আব্দুল হান্নান, গ্রাম- মহিষকুণ্ডি, হেলপার আব্দুস সালাম, পিতা- নাজির মণ্ডল, মিস্ত্রিপাড়া, সর্ব থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। ঘটনায় ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা করা হয়েছে।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor