কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আবু হুরাইয়া (৮),সে মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাহেব ফকিরের ছেলে।
আবু হুরাইয়ার পরিবারের সদস্যরা জানান, আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে বাই সাইকেল নিয়ে জিকে সেচ প্রকল্পের প্রধান খালের মিরপুর ওয়াবদা ঘাটে গোসল করতে যায় , বাড়ীতে ফিরতে দেরি হলে তাকে খুজতে যেয়ে দেখা যাই সাইকেল ও জামাকাপড় পড়ে আছে পরে ঘাঠে নেমে খোজ করলে আবু হুরাইয়া কে ডুবা অবস্হাই পাওয়া যায়, উদ্ধার করে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার মৃত ঘোষণা করে। আবু হুরাইয়া মিরপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
Posted ২:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor