মিরপুর উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে পোড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ মোঃ শাহজাহানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহজাহান স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আলী নেওয়াজ মোঃ শাহজাহানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাহান স্মৃতি সংসদের সভাপতি নূরুল ইসলাম মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, আমলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, পোড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাহাতুজ্জামান, আলী নেওয়াজ মোঃ শাহজাহানের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আ ন ম তানভীর আনসারী রঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
Posted ৩:২৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)