সুমন মাহমুদ :- কুষ্টিয়ার মিরপুরে পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার বলিদাপাড়া পলিটেকনিক্যাল স্কুলের সামনে এসআই প্রশান্ত কুমার সাহা’র নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পাজেরো (ঢাকা মেট্টো-ঘ-১৩-৬৭৯৩) গাড়ীতে বহনকারী ২জনকে ১শ’ ৪৭ বোতল ফেনসিডিলসহ আটক করে।
আটককৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস কুমারগাড়ার আলফাজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪৩) ও একই উপজেলার ১৮ নং ওয়ার্ড জগতি উদিবাড়ী এলাকার মৃত মোতালেবের ছেলে রুবেল (৩৫)।
অন্যদিকে সকাল ১০টায় উপজেলার ধুবইল ইউনিয়নের ধুবইল স্কুলপাড়ায় অভিযান চালিয়ে ৭শ’ গ্রাম গাঁজা ও সিডিআই এইচ-১০০সিসি মোটরসাইকেলসহ মেহেদী হাসানকে (২৮) আটক করে।
সে সদর উপজেলার যুগিয়া পালপাড়ার কালাম হোসেনের ছেলে।এ সময়ে আটক মেহেদীর সহযোগি একই উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রুহান (৩২) পালিয়ে যায়।
এ ব্যাপারে উভয় ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনা দু’টির সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor