সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে
শনিবার (৮ আগষ্ট) দুপুরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে তার কার্যালয়ে এ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রকিবুল হাসান, উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার। পরে অতিথিবৃন্দ ৬ জন প্রশিক্ষিত যুব মহিলা হাতে সেলাই মেশিন তুলে দেয়।
Posted ৯:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor