সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ২০ জনকে জরিমানা করেছে।
মঙ্গলবার (১১ আগষ্ট ) সকালে মিরপুর উপজেলার বাজারগুলোতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস।ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
মাস্ক ব্যবহার না করায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘোরাঘুরি করায় দন্ডবিধি ১৮৬০ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস বলেন, স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৮:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor