নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ায় থানাগুলোর ভেতর কি হয় সেটা নিজ কার্যালয় থেকেই ভিডিও ও শব্দপ্রযুক্তির মাধ্যমে দেখতে ও শুনতে পান পুলিশ সুপার।
থানার ভেতর কী হচ্ছে, সেবা নিতে আসা মানুষের সঙ্গে কেমন আচরণ করছে পুলিশ, সেটা কার্যালয়ে বসেই দেখছেন পুলিশ সুপার। শুধু দেখছেন বললে ভুল হবে, সেখানে কী কথাবার্তা হচ্ছে তাও শুনতে পাচ্ছেন তিনি। এক সপ্তাহ আগে থেকে এই ব্যবস্থা নিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
জানতে চাইলে এসপি বলেন, এমন তদারকিতে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে সাধারণ মানুষ সহজভাবে সেবা নিতে পারবেন। মানুষ তাঁর কাঙ্ক্ষিত সেবা নিতে থানামুখী হবেন এবং ভালোবেসেই সেবা নিতে পারবেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, জেলার ছয়টি উপজেলায় পুলিশের সাতটি থানা রয়েছে। এক সপ্তাহ আগে প্রতিটি থানার ডিউটি কর্মকর্তার কক্ষসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে লাগানো সিসি ক্যামেরা পুলিশ সুপারের কক্ষে থাকা কম্পিউটার ও মুঠোফোনে সংযুক্ত করা হয়। এতে করে ২৪ ঘণ্টায় যেকোনো সময় এসপি থানাগুলোর কার্যক্রম সরাসরি দেখতে পান। যেকোনো থানার ভেতরে কী হচ্ছে, তা যেকোনো সময়ে সেকেন্ডের মধ্যে তিনি সরাসরি দেখে পরামর্শ দিতে পারেন বা সেবার মান নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক কথা বলেন।
Posted ৪:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)