কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নে শিশুদের খাদ্য বিতরণ।কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার শিশুদের খাদ্য বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা যুব মহিলালীগের আহবায়ক এম সম্পা মাহমুদ।
করোনা পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশু খাদ্যের মধ্যে গুঁড়া দুধ, চিনি, সুজি, রয়েছে। দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ পরিবারগুলোকে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। এ সহযোগিতায় বিভিন্ন খাদ্য সামগ্রী থাকলেও শিশুদের জন্য কোনো খাবার ছিল না। সে লক্ষ্যে শিশুদের পুষ্টি নিশ্চয়তায় শিশু খাদ্য বিতরণ করা হয়।
Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque