মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ নারীদের দেশী মুরগি পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে কুষ্টিয়ায় আমরাই ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া-(৩৫) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম।
উদ্বোধন অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধিদপ্তরের উপ-পরিচালক রেজিনা আরজু। কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্না খন্দকার। আমরাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোয়ারুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশী মুরগি পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে সংগঠনটি নারীদের অনুপ্রাণিত করবে এবং সমাজের সুবিধাবঞ্চিত নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করবে বলে এসময় মন্তব্য করেন অতিথিরা।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor