দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. খোয়াজ ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল জেলার দৌলতপুর থানাধীন কল্যানপুর বেলতলা এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৪৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী খোয়াজ ইসলাম দৌলতপুর উপজেলার কল্যাণপুর বটতলা এলাকার মো. খায়রুল মন্ডলের ছেলে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী খোয়াজ ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের হয়েছে।
Posted ৪:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)