কুষ্টিয়ায় ইয়াবাসহ টিপু (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সদর উপজেলার বাড়াদি খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী টিপুকে আটক করে।
সে একই এলাকার মৃত আবুল শেখের ছেলে। আজ রাত সোয়া ৮টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে র্যাব এ তথ্য নিশিচিত করেছে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া র্যাব ক্যাম্পের অভিযানিক দল কুষ্টিয়া উপজেলার পৌর এলাকার বাড়াদি খালপাড়ায় অভিযান চালিয়ে ৮০৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী টিপুকে আটক করে। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
Posted ৬:০১ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor