মোঃ গোলাম কিবরিয়া (জিবন):
কুষ্টিয়ায় এক দিনে সর্বোচ্চ ৫৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জেলার ১৮৭টি নমুনা পরীক্ষা শেষে রাতে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে রাত সাড়ে ১১টায় জানানো হয়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে জেলার দৌলতপুর উপজেলার ৭, ভেড়ামারায় ১, মিরপুরে ৩, সদরে ৩৭, কুমারখালীতে ৫ ও খোকসায় ৪ জন রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ৪৭ জন ও নারী ১০ জন। জেলায় এ নিয়ে ১ হাজার ৪৭৯ জন কোভিড রোগী শনাক্ত হলেন। আর মারা গেছেন ৩২ জন।
সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, সবার প্রতি অনুরোধ, আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব সময় মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)