মোঃ গোলাম কিবরিয়া (জিবন)ঃ
জেলার সদর উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এবং মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৮০।
আজ বুধবার (২৯ জুলাই ২০২০) দুপুরে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, আজ নতুন করে মারা যাওয়া ব্যক্তি সদর উপজেলার হরিশংকরপুরের বাসিন্দা ৪৫ বছর বয়সী এক পুরুষ।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী (২৯ জুলাই ২০২০), দেশে গত করোনাভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ৩ হাজার ৯জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ৩৫ জন। আজ নমুনা পরীক্ষাকরা হয়েছে ১৪১২৭টি।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২ হাজাআর ৮৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৯২ জন।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)