কুষ্টিয়ায় ৫০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার ১ জন এবং মিরপুর উপজেলার ১ জন মোট ২ জনের করোনায় মৃত্যু হয়। তাতে এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২৭১৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২১১২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৬০ জন।
২৮ আগষ্ট শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ২৮ আগস্ট ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ২২০ , চুয়াডাঙ্গা ৭৫, ঝিনাইদহ ৪৯ ও মেহেরপুরের ৩২ নমুনা। তাতে কুষ্টিয়ায় মোট ৫০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। কুষ্টিয়ায় ৫০ জন নতুন করোনা রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩২ জন, কুমারখালী উপজেলার ৪ জন, মিরপুর উপজেলার ৩ জন, দৌলতপুর উপজেলার ১ জন, ভেড়ামারা উপজেলার ৫ জন ও খোকসা উপজেলার ৫ জন।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩২ জনের ঠিকানাঃ পেয়ারাতলা ১ জন, থানাপাড়া ২ জন, কালিশংকরপুর ২ জন, কুষ্টিয়া জেল কারাগার ১ জন, কুষ্টিয়া ম্যাচ ১ জন, জুগিয়া কদমতলা ১ জন, পিটিআই রোড ১ জন, বারখাদা ১ জন, মোহিনী মিল ১ জন, স্বস্তিপুর ১ জন,সদর ৩ জন, কোর্টপাড়া ১ জন, চৌড়হাস ১ জন, পাথরবাড়িয়া-সদোকি ১ জন, পশ্চিম মজমপুর ২ জন, আড়ুয়াপাড়া ১ জন, কেজিএইচ ৪ জন, জগতি ১ জন, বারো মাইল ১ জন, সোনালী ব্যাংক কুষ্টিয়া ১ জন ও ঈদগা পাড়া ৩ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ দয়ারামপুর ১ জন, মাহেন্দ্রপুর ১ জন, কুন্ডু পাড়া ১ জন ও অগ্রণী ব্যাংক কুমারখালী ১ জন । মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ হরিতলা ২ জন ও আমলা ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ মথুরাপুর ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ রথপাড়া ১ জন, কলেজ পাড়া ১ জন, মহিষাখোলা ১ জন ও চন্ডিপুর ২ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ মোড়াগাছা ১ জন, খোকসা ৪ জন।
সর্বশেষ এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২৭১৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২১১২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৬০ জন।
Posted ৬:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor