আজ ২১ জুন সাংবাদিক নির্যাতন দিবস উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকে’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র কাঙাল হরিনাথ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেইউকের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন উল্লাহ। বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আখতারুজ্জামান মৃধা পলাশ, বিএফইউজের নির্বাহী সদস্য মাহমুদ হাসানসহ জেইউকের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের পেটোয়া বাহিনী জাতীয় প্রেসক্লাবে অবৈধভাবে প্রবেশ করে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারপিট করে। সেই থেকে ২১ জুন বাংলাদেশে সাংবাদিক নির্যাতন দিবস হিসেবে পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকে গণমাধ্যমকর্মীদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে নির্যাতন দিবস পালন করে।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১
protidinerkushtia.com | editor