কুষ্টিয়ার দৌলতপুরে কল্যাণপুর দরবার শরীফের ভেতরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ জুন) দুপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে ওই যুবককে পিটিয়ে হত্যা করে কল্যাণপুর দরবার শরীফের তাছের ফকিরের ভক্তরা।
এঘটনায় রোববার রাতেই নিহত রাশেদের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে দৌলতপুর থানায় ১০জনের নাম উল্লেখ করে এছাড়াও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়ের পরই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সাইদুর রহমান মিলন, শামসুদ্দিন, আব্দুস সাদী শিমুল, সুমন হোসেন, ইমরান আলী ও শফিউল রহমান লিমন।
তারা সকলেই কল্যাণপুর দরবার শরীফের তাছের ফকিরের ভক্ত ও অনুসারী।
এদিকে কল্যাণপুর দরবার শরীফ প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় থাকলেও গত কয়েকদিনের ফুটেজ আকস্মিক ভাবে উধাও হয়ে গেছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতেই সিসি ক্যামেরার ফুটেজ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দৌলতপুর থানার (ওসি) নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,এ হত্যাকান্ডের
সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১
protidinerkushtia.com | editor