মোঃ গোলাম কিবরিয়া (জিবন)
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন।
রবিবার সকালে তিনি বিদায়ী জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ২২তম বিসিএস ক্যাডার। তার বাড়ি গাজীপুর জেলায়।
তিনি এর আগে স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক কুষ্টিয়াবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংস্কৃতিক রাজধানীখ্যাত এই কুষ্টিয়া জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় বেশ ভালো লাগছে। এছাড়াও বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলায় করোনা শিষ্টাচার মেনে চলার জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহ্বান জানান।
গত ২৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। এদিকে বদলীকৃত ডিসি মো.আসলাম হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
Posted ৪:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)