মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
মিডিয়া লিংক
আমাদের সম্পর্কে
যোগাযোগ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পাবনা ৩-১ গোলে রাজবাড়ী জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।খেলায় ১০ হাজারেরও বেশি দর্শক খেলাটি উপভোগ করেন। জেলা ভিত্তিক এই প্রথম বঙ্গবন্ধু নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলায় দেশের নামীদামি খেলোয়াড়ের পাশাপাশি বিদেশী খেলোয়াড়ও অংশ নেয়। তবে প্রত্যন্ত অঞ্চলে রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে এ খেলা এলাকার ফুটবল দর্শকদের উদ্বেলিত করে তুলেছে।
পরে খেলা শেষে পুরস্কার তুলে দেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম।এসময় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আণোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম সবেদ, ডাঙ্গাপাড়া যুব সমাজের প্রধান আনিচুর রহমান জোয়ার্দ্দারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য মেহেদী হাসান বলেন, ফুটবল বাঙালিদের প্রিয় খেলা। এ খেলা দেখতে দর্শকরা মাঠে হুমড়ি খেয়ে পড়ে। তাই এবারই প্রথম আমরা আমাদের যুব সম্প্রদায় ব্যাতিক্রমভাবে এ খেলার আয়োজন করেছি। বিভিন্ন জেলার সমন্বয়ে আমরা জেলা পর্যায়ের খেলা এই প্রত্যান্ত অঞ্চলে আয়োজন করতে সক্ষম হয়েছি। তবে ফাইনাল খেলায় যে পরিমাণ দর্শক এসেছে তা সত্যি অবাক করার মতো বিষয়। শীতের সময় রাতের বেলা দূর-দূরান্ত থেকে এসেছে ফুটবল খেলা দেখার জন্য।
Posted ১:১১ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | editor
এ বিভাগের সর্বাধিক পঠিত
(8876 বার পঠিত)
(5633 বার পঠিত)
(4104 বার পঠিত)
(3545 বার পঠিত)
(2964 বার পঠিত)
(2768 বার পঠিত)
(2755 বার পঠিত)
(2483 বার পঠিত)
(2348 বার পঠিত)
(2314 বার পঠিত)
(2280 বার পঠিত)
(2165 বার পঠিত)
এ বিভাগের আরও খবর
protidinerkushtia.com
ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com
design and development by : webnewsdesign.com