নিজশ্ব প্রতিনিধী
কুষ্টিয়ায় নানার বাড়িতে এসে পানিতে ডুবে শিশু সাইমার মৃত্যু!
১১ জুন ২০২২
কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে সাইমা খাতুন নামের ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর গ্রামের নানা বাড়ির পিছনের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সাইমা একই ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের শুকুর আলীর মেয়ে।
সাইমার নানা আলাউদ্দিন শেখ জানান, দুপুরে সাইমা তার মায়ের সাথে তাদের বাড়িতে বেড়াতে আসে। বেশ কিছু সময় পর সাইমাকে খুঁজে পাওয়া না গেলে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৫ টার দিকে তাদের বাড়ির পিছনের পুকুরে সাইমাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৮:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১১ জুন ২০২২
protidinerkushtia.com | editor