মোঃ গোলাম কিবরিয়া (জিবন)
সারাদেশে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
বুধবার (০৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পাবলিক লাইব্রেরী মাঠে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা এবং ফেয়ারের যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, আলম আর জুই, তাজনিহার বেগম ও কার্শেদ আলমসহ নেতৃবৃন্দ।
এর আগে কুষ্টিয়ায় ছাত্র-ছাত্রীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের থানা মোড়ে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশ ব্যাপী ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষণ, নারীর প্রতি সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)